জিম্বাবুয়েকে ১৭৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ১২:৫৬ PM

দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে দলীয় স্কোর বাড়িয়ে নিচ্ছিলেন জাকের আলি ও হাসান মাহমুদ। এই জুটিতে ভর করেই দেড়শ ছাড়ায় স্বাগতিকদের লিড। এরই মাঝে ফিফটির দেখা পান জাকের। সাবধানী ব্যাটিংয়ে ৪ চারে ১০৬ বলে পঞ্চাশ ছুঁয়ে ফেলেন তিনি।
অন্যপ্রান্তে জাকেরকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন হাসান মাহমুদ। তবে পাগলাটে ব্যাটিংয়ে মাসাকাদজাকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড অফে মুজারাবানির হাতে ক্যাচ দেন এই ব্যাটার। ৫৮ বলে ১২ রানে ফেরেন এই পেসার।
পরের বলে খালেদ আহমেদও প্যাভিলিয়নে ফেরেন। স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন এই পেসার। মাসাকাদজার সামনে হ্যাটট্রিকের সুযোগ ছিল। তবে তা হতে দেননি নাহিদ রানা।
নাহিদকে নিয়ে শেষ উইকেট জুটিতে স্কোর বাড়ানোর চেষ্টায় ছিলেন জাকের। তবে বেশি দূর এগোনো যায়নি। নাহিদের উইকেট অক্ষত থাকলেও দ্রুত রান বাড়াতে গিয়ে নিজের উইকেট খুইয়ে ফেলেন জাকের। এতে ২৫৫ রানে থামল বাংলাদেশ। সবমিলিয়ে সফরকারীদের ১৭৪ রানের লক্ষ্য দিলো লাল-সবুজেরা।
এর আগে, বৃষ্টিতে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের জন্য ‘কার্স’ হয়ে এসেছেন ব্লেসিং মুজারাবানি। স্কোরশিটে কোন রান যোগ করার আগেই শান্তকে ফেরান তিনি। অফ স্টাম্পের বাইরের শর্ট পিচ বল পুল করতে চেয়েছিলেন শান্ত। তবে এজ হয়ে ওপরে উঠে যায় বলটি। ফাইন লেগে সহজ ক্যাচ নেন ভিক্টর নিয়াউচি।
শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে উইকেটে এসে মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। মুজারাবানির গতির কাছে পরাস্ত হয়ে গালিতে থাকা ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ দেন এই অলরাউন্ডার। ১৫ বলে ১১ রানে তাকে ফিরিয়ে ক্যারিয়ারের তৃতীয় ফাইফার তুলে নেন মুজারাবানি।
এক ওভার পর রিচার্ড এনগারাভার শিকার হয়ে সাজঘরে ফেরেন তাইজুল। উইকেটের পেছনে থাকা মায়াভোর হাতে ক্যাচ দেন তিনি। এতে দিনের শুরুর ৬ ওভারে ৭ উইকেট খুইয়ে ফেলে বাংলাদেশ।