কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সি-ট্রাক চালু

যাত্রা শুরুর প্রায় ৩৫ মিনিট পর সি-ট্রাকটি মহেশখালী ঘাটে পৌঁছায়
যাত্রা শুরুর প্রায় ৩৫ মিনিট পর সি-ট্রাকটি মহেশখালী ঘাটে পৌঁছায়  © টিডিসি

কক্সবাজার-মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চালু হলো। একই সঙ্গে মহেশখালী ঘাটে স্থাপন করা হলো পল্টুন। যা ছিল একসময় মহেশখালী কক্সবাজার গণমানুষের স্বপ্ন।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে এই রুটে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক সার্ভিসের উদ্বোধন করা হয়। সি-ট্রাক যাত্রা শুরুর প্রায় ৩৫ মিনিট পর সি-ট্রাকটি মহেশখালী ঘাটে পৌঁছায়। এ সময় স্থানীয়দের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস-আনন্দ।  

দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের রুটে ১০ কিলোমিটার সমুদ্রপথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘদিনের। আর নৌপথে যোগাযোগের একমাত্র বাহন ছিল স্পিডবোট এবং ছোট ট্রলার, যা ছিল ঝুঁকিপূর্ণ এবং প্রায়ই সময় দুর্ঘটনা ঘটে থাকত। এ দুর্ঘটনা রোধে সি-ট্রাক চালুর বিকল্প ছিল না। এটি চালুর ফলে এখন মহেশখালীর মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর দাবি, গত ১৫ বছর মহেশখালী জেটিঘাটকেন্দ্রিক সিন্ডিকেটের বাঁধায় এই রুটে সি-ট্রাক চালু করা যায়নি।

আরও পড়ুন: সাইবার হুমকি মোকাবিলায় অবদান, যুক্তরাষ্ট্রের এএএএস ফেলো হলেন লতিফুর খান

বিআইডব্লিউটির পরিচালক (প্রশাসন) এ কে এম আরিফ উদ্দিন বলেন,  কক্সবাজার মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সি-ট্রাক চালু হয়েছে। পরে অনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।

মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, ‘প্রথমবারের মতো যাত্রী নিয়ে সি-ট্রাক ভিড়েছে মহেশখালী জেটি ঘাটে। দ্বীপের মানুষের উচ্ছ্বাস দেখে ভীষণ ভালো লাগছে। জনগণের দুর্ভোগ লাঘব করতে আমরা সম্মিলিতভাবে এগিয়ে আসব।’

আগামী ২৫ এপ্রিল নৌ-পরিবহন উপদেষ্টার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই রুটে সি-ট্রাক চলাচল শুরুর কথা রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence