দিনাজপুরে এলজিইডি ভবনে আগুন

  © সংগৃহীত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) দিনাজপুরের ভবনে আগুনের ঘটনা ঘটেছে। এতে ওই দফতরের গুরুত্বপূর্ণ কিছু নথি পুড়ে গেছে। এ ঘটনায় ভবনের আবাসিকে অবস্থানরত দুই কর্মকর্তা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোররাতের দিকে এই ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এলজিইডি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে ওই ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ভবনের চতুর্থ তলায় আবাসিকে আটকে পড়েন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) রংপুর অঞ্চলের উপ-পরিচালক রবিউল ইসলাম এবং এলজিইডির সিনিয়র প্রকৌশলী মুন্নাফ হোসেন। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুর রহমান জানান, ভোরে আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুই কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, এই ঘটনায় কিছু জরুরি ফাইলপত্র পুড়ে গেছে। কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ