এসএসসি পাসে বিমানসেনা পদে বিমান বাহিনীতে চাকরির সুযোগ

এসএসসি পাসে বিমানসেনা পদে বিমান বাহিনীতে চাকরির সুযোগ
এসএসসি পাসে বিমানসেনা পদে বিমান বাহিনীতে চাকরির সুযোগ   © সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিমান বাহিনীতে ‘বিমানসেনা’ পদে বিভিন্ন ট্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৪ আগস্ট। 

১.পদের নাম: টেকনিক্যাল ট্রেড (পুরুষ ও মহিলা)  
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৩.৫/সমমান।

২.পদের নাম: নন-টেকনিক্যাল (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে যেকোনো শাখায় নূন্যতম জিপিএ ৩.৫/সমমান।

৩.পদের নাম: এমটিওএফ (পুরুষ) 
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৩.০/সমমান।

৪.পদের নাম: চিকিৎসা সহকারী (পুরুষ)  
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে জীব বিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৩.৫/সমমান।

৫.পদের নাম: প্রভোস্ট, প্রার্থীর ধরন (পুরুষ ও নারী)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে যেকোন শাখায় নূন্যতম জিপিএ ৩.৫/সমমান।

৬.পদের নাম: মিউজিশিয়ান (পুরুষ ও মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে যেকোন শাখায় নূন্যতম জিপিএ ২.৫/সমমান।

৭.পদের নাম: খেলোয়ার (টেকনিক্যাল/নন-টেকনিক্যাল) (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসিতে বিজ্ঞান শাখায় নূন্যতম জিপিএ ৩.৫/সমমান।

বিশেষ যােগ্যতা
টেকনিক্যাল ট্রেড: যে কোন স্বীকৃত কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

এমটিওএফ: হালকা/ভারী যানবাহন চালনায় অভিজ্ঞ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

চিকিৎসা সহকারী: MATS হতে ০৪ বছর মেয়াদি MATC সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

মিউজিশিয়ান: মিউজিক/সংগীত সম্পর্কে সাধারণ জ্ঞান থাকতে হবে। বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী অথবা শিল্পকলা একাডেমি,নজরুল একাডেমি ও সরকার অনুমোদিত সংগীত বিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

খেলোয়ার: আন্তর্জাতিক/জাতীয়/ বিভাগীয়/জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণকারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

আরও পড়ুন: বিমান বাহিনীতে ‘অফিসার ক্যাডেট' নিয়োগ, আবেদন শেষ ২৯ আগস্ট

বিশেষ সুযােগ সুবিধা
বেতন ও ভাতা: প্রশিক্ষণকালীন মাসিক বেতন টাকা ৯,০০০/- (নির্ধারিত)। এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য,বাসস্থান,কর্মপােশাক ও চিকিৎসাসহ সকল ব্যয় বিমান বাহিনী কর্তৃক বহন করা হবে। প্রশিক্ষণশেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।

বিদেশ গমন: পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ।

উচ্চ শিক্ষা: বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযােগ।

জাতিসংঘ মিশন: জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযােগ।

বাংলাদেশ দূতাবাস: বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে নিয়ােগ প্রাপ্তির সুযাগ।

সন্তানদের অধ্যয়ন: সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড আ্যারোস্পেস ইউনিভার্সিঁটি,বিইউপি, আর্ম ফোর্সেস মেডিক্যাল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমান বাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল ও কলেজে (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম)-এ অধ্যয়নের সুযােগ।

বাসস্থান: নিরাপদ ও মনোেরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিবিত বাসস্থানের সুযােগ।

রেশন: ভর্তৃকি মূল্যে রেশন প্রাপ্তির সুযােগ।

চিকিৎসা: সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী সন্তানদের উন্নত চিকিৎসা; প্রয়ােজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযােগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ।

আবেদন যেভাবে: আগ্রহী যোগ্য প্রার্থীরা বিমান বাহিনীর ওয়েবসাইট www.joinairforce.mil.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ২০০/- টাকা

বিস্তারিত বিজ্ঞপ্তিতে 

বিমান বাহিনীতে বিমানসেনা পদে চাকরির সুযোগ 

 


সর্বশেষ সংবাদ