৪০তম বিসিএস: পরিচিতি নম্বর পেল ২৪৪ সহকারী কমিশনার

জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয়  © ফাইল ছবি

৪০তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ২৪৪ জন সহকারী কমিশনারের পরিচিতি নম্বর প্রদান করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরিচিতি নম্বর প্রাপ্তদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) মন্ত্রণালয়ের লোক প্রশাসন কম্পিউটার কেন্দ্র (পিএসিসি থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন পিএসিসির প্রোগ্রামার কাজী মজিবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল পিডিএফ ফাইলটি সকল কর্মকর্তাদের নিজের হাতে পূরণ করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। মূল পিডিএফ ফাইলের সাথে কর্মকর্তাদের অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি (পরিচিতি নম্বরসহ) এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জমা দিতে হবে। পেন্সিল দিয়ে লেখা পিডিএফ ফাইল গ্রহণযোগ্য হবে না।

পরিচিতি নম্বরপ্রাপ্ত সহকারী কমিশনারের তালিকা দেখতে এখানে ক্লিক করুন


সর্বশেষ সংবাদ