আইএইচটি ও ম্যাটসে তৃতীয় মেধাতালিকা থেকে ভর্তি শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:২১ AM , আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০৮:২১ AM

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের তৃতীয় দফার মেধাতালিকা থেকে ভর্তি শুরু হয়েছে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। এর আগে অপেক্ষমান তালিকা থেকে ফলাফল প্রকাশ করা হয়েছে। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এবং ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং কোর্সে মেধা ও পছন্দ অনুযায়ী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সরকারি আইএইচটি ও ম্যাটসসমূহের অধ্যক্ষরা ১৯ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অফিস চলাকালীন নির্বচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। ২৯ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে ভর্তি সংক্রান্ত তথ্যাদি প্রেরণ করবেন। ৩০ এপ্রিল হতে ক্লাস শুরু হবে।
সংশ্লিষ্ট অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি শিক্ষার্থীদের সনদপত্র পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং গঠিত মেডিকেল বোর্ড তাদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। কোনো শিক্ষার্থীর দাখিলকৃত সনদপত্রের মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হলে বা কোনো শিক্ষার্থী স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বলে বিবেচিত হলে তার প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে। এছাড়া ভর্তি পরবর্তী সময়ে কোনো শিক্ষার্থীর প্রদত্ত তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) হতে জানা যাবে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ এর কার্যালয় থেকে জানা যাবে। আগামী ৩০ এপ্রিল হতে ক্লাস কার্যক্রম আরম্ভ হবে।
ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র প্রয়োজন হবে:
১. ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আইএইচটি/ম্যাটস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
২. এসএসসি/সমমান পরীক্ষায় পাশকৃত অ্যাকাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট/মূল নম্বরপত্র।
৩. এসএসসি/সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র/ মূল প্রশংসাপত্র।
আরো পড়ুন: প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে আলাদা বেতন কাঠামো প্রয়োজন: উপদেষ্টা
৪. স্থানীয় সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদ/ওয়ার্ড কমিশনার কার্যালয়ের প্রধান অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত মূল নাগরিক সনদপত্র/জন্ম নিবন্ধন সনদপত্রের কপি ।
৫.পাঁচ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এর মধ্যে এক কপি সত্যায়িত বাকি চার কপি সত্যায়িত ছাড়া জমা দিতে হবে।
৬. সরকারি চাকুরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে, নিয়োগপত্রের কপি, যোগদানপত্রের কপি এবং বর্তমান কর্মস্থলের চাকরির প্রত্যয়ন পত্র।