নিজস্ব পদ্ধতিতে ইবির ধর্মতত্ত্বের ভর্তি আবেদন শুরু ১০ মে, পরীক্ষা ৫ জুন

  © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের প্রথম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১০ মে থেকে শুরু হবে। চলবে ২১ মে রাত ১২টা পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জুন। 

আজ বুধবার (৩ মে) বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের অধীন চারটি বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu ac.bd) ভর্তির আবেদন করা যাবে। শিক্ষার্থীদের মোবাইল/অনলাইন ব্যাকিং সেবার (বিকাশ/নগদ/রকেট) মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দিতে হবে। এ বছর ১ হাজার ৩৫০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ