প্রোটিয়াদের বিপক্ষে সাকিবের ৫০তম অর্ধশতক

সাকিব আল হাসান
সাকিব আল হাসান   © টিডিসি ফটো

সাকিব আল হাসান! বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় সিরিজে খেলবেন কিনা এ নিয়ে কম জল ঘোলা হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব খেলবেন দাবি করা পর সাকিব জানান তিনি খেলবেন। মানসিকভাবে অসুস্থ তিনি। বিরতি চান। এ নিয়ে খোদ বিবিসি থেকে শুরু করে দেশব্যাপী মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

তবে এসব বিস্ময়ে ছাই ছিটিয়ে দিলেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অর্ধশতক করেছেন সাকিব। এটি সাকিবের ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম অর্ধশতক। 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩৭ রান। 

আরও পড়ুন : জামা পরিবর্তনের ভিডিও দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, সেই যুবক গ্রেফতার

উদ্বোধনী জুটিতে ধীরে ধীরে রানের চাকা এগিয়ে নেন তামিম ও লিটন। একপ্রান্তে তামিম অন্য প্রান্তে লিটনের টাপটে প্রথম দশ ওভারে কোন উইকেট না হারিয়ে ৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ দল।

উদ্বোধনী জুটিতে ৯৫ রান করে সাজঘরে ফেরেন তামিম (৪১)। আন্দিলে ফিকোয়াওর নিচু হয়ে আসা বলে এলবিডব্লিউ হন তামিম। তামিমের খানিক পরই ব্যক্তিগত ফিফটি তুলে নেন লিটন। ফিফটির পর কেশভ মহারাজের নিচু হয়ে আসা বলে কিছু বুঝে ওঠার আগেই বোল্ড হন লিটন (৫০)।


সর্বশেষ সংবাদ