তামিম-সাকিবের সমস্যা মিডিয়ায় শুনেছি: পাপন
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৯ AM , আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৯ AM
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দেশের ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছিলেন বিস্ফোরক এক সাক্ষাৎকারে। ক্রিকবাজকে পাপন বলেছিলেন দলের দুই সুপারস্টার সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ব্যক্তিগত দ্বন্দ্বের খবর। দুই দিন পর পাপন বলেন, ‘তামিম-সাকিবের সমস্যার কথা মিডিয়া থেকে শোনা, আমি নিজে দেখিনি।’ ৪৮ ঘণ্টা পরই বক্তব্য বদলে ফেললেন তিনি।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে টিম হোটেলে তামিমদের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন পাপন।
বিসিবি সভাপতি জানান, ড্রেসিংরুমের পরিবেশ ভালো নেই এসব কথা তিনি বাইরে থেকে শুনেছেন। তিনি বলেন, ‘এখানে বিশ্বাসের কোনো ইস্যু নেই। আজ থেকে ৩ বছর আগেও ড্রেসিংরুমের কোনো সমস্যা আমি দেখিনি। সো আপনি ১৫ বছর থেকে ১২ বছর কাট করে দেন। লাস্ট তিন বছর আমি টিমের সঙ্গে নেই, আগে হোটেলেও থাকতাম। কাজেই এই যে কথাটা ড্রেসিংরুমের পরিবেশ ভালো নেই, তামিম-সাকিবের সমস্যা এসব কিছু কিন্তু আমার বাইরে থেকে শোনা।’
মিডিয়ার ওপর দায় চাপিয়ে পাপন বলেন, ‘সবচেয়ে বেশি কিন্তু আমি এ কথাটা শুনি মিডিয়া থেকে, মিডিয়ার লোকেরা আমায় বেশি বলে। আমি গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া...আমি সেখানে সব কিছু খুবই ভালো দেখেছি, ওখানে কিন্তু আমি ড্রেসিংরুমে কোনো সমস্যা দেখিনি। এর আগে কথা শুনেছি, কিন্তু আমি নিজে দেখিনি। আমি যেটা বলেছি, তামিমও সেটাই বলেছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি ওদের ডেকে বলেছি, ওদের সঙ্গে বলেছি কোনো সমস্যা আছে কী না? ওরা দুজনেই আমাকে আশ্বস্ত করেছে যে এটার সঙ্গে খেলায় কোনো প্রভাব পড়বে না। যাই থাকুক খেলায় কোনো ইম্প্যাক্ট পড়বে না, আমিও সাক্ষাৎকারে সেটা বলেছি, তামিমও বলেছে।’
আরও পড়ুন: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ কবে-কখন, দেখে নিন স্কোয়াড
গত রোববার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের কাছে জানতে চাওয়া হলে তিনি বলছেন, সবকিছুই স্বাভাবিক আছে। দলের আবহাওয়া খুব ভালো। শুধু আজ না, অনেকদিন ধরেই। এর রেজাল্টও দেখেছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম খুশি থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।