পিডিএফ জবি শাখার নেতৃত্বে নাঈম-ফাহিম

 নাইম আকন ও গোলাম হাফেজ ফাহিম
নাইম আকন ও গোলাম হাফেজ ফাহিম  © সংগৃহীত

ফিজিক্যাল চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষা বর্ষের শিক্ষার্থী নাইম আকনকে সভাপতি এবং একই বর্ষের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী গোলাম হাফেজ ফাহিমকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিডিএফের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মিজানুর রহমান কিরণ ও পিডিএফ ইয়ুথ নেটের টিম লিড নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। 

২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ-সভাপতি নিসরাত জাহান লিজা ও সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সিনদিদ চৌধুরী, অর্থ সম্পাদক মো. রাশেদুজ্জামান লিমন,  সাংগঠনিক সম্পাদক মেজবা সুলতানা জ্যোতি। 

আরো পড়ুন: গলায় গামছা বেঁধে জবি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

এ ছাড়াও দপ্তর সম্পাদক হয়েছেন মোহাম্মদ ইমরান হোসেন, লজিস্টিক সম্পাদক কানিজ সুবর্ণা প্রমি, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফাহিমা আক্তার, কর্পোরেট নেটওয়ার্কিং সেক্রেটারি মোহাম্মদ আকিব হাসান, পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি সেক্রেটারি মোহাম্মদ জাহিদ হাসান রিফাত, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি অনন্যা বিনতে হাফিজ, ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট সেক্রেটারি ফারিহা আক্তার লাকি, মিডিয়া অ্যান্ড প্রেস সেক্রেটারি মোহাম্মদ জুনায়েত শেখ, নারী ক্ষমতায়ন বিষয়ক সম্পাদক মারিয়া হাবিব।

পিডিএফ ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫০ এর অধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অধ্যয়ন ও বিভিন্ন বৃত্তির ব্যবস্থাকরণ, আবাসন নিশ্চিতকরণ, সফট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ নানা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

উল্লেখ্য, পিডিএফের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান কিরণ এই সংগঠনের সফলতার জন্য ২০১৭ সালে ‘FORBES 30 UNDER 30’ পুরস্কারে ভূষিত হন।


সর্বশেষ সংবাদ