১৪ নভেম্বর ২০২৫, ১৯:৪৩

এফআইইউ স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর উপলক্ষে বিশেষ ভর্তি উৎসবের উদ্বোধন

এফআইইউ বনানী ক্যাম্পাসে ‘স্প্রিং-২০২৬’ সেমিস্টারের জন্য ১৫ দিনব্যাপী ভর্তি উৎসবের উদ্বোধন করা হয়েছে  © সংগৃহীত

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এফআইইউ) উত্তরার স্থায়ী ক্যাম্পাসে(প্লট-১/২, রোড-১/২, সেক্টর-১৬/আই, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০) যাত্রা শুরু করতে যাচ্ছে ! এই বিশেষ মুহূর্তকে ঘিরে আজ এফআইইউ বনানী ক্যাম্পাসে ‘স্প্রিং-২০২৬’ সেমিস্টারের জন্য ১৫ দিনব্যাপী ভর্তি উৎসবের উদ্বোধন করা হয়েছে। 

ভর্তি উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার ড. মো. মুঞ্জুর ই খোদা তরফদার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

ভর্তি উৎসব ২০২৫-এ শিক্ষার্থীদের জন্য থাকছে একাধিক আকর্ষণীয় সুযোগ ও চমক! এসএসসি এবং এইচএসসিতে জিপিএ-৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ১০০% টিউশন ফি স্কলারশিপ সুবিধা; মেয়ে শিক্ষার্থীদের এসএসসি এবং এইচএসসি তে সর্বমোট জিপিএ ৯.০০ থাকলে তাদের জন্য ১০০% টিউশন ফি স্কলারশিপ সুবিধা; অন্য শিক্ষার্থীদের জন্য ৫০% স্কলারশিপ সুবিধা ও আকর্ষণীয় গিফট।

মেলার স্থান: ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাড়ি-৮৭, রোড-০৬, ব্লক-সি, বনানী, ঢাকা-১২১৩ (বর্তমান ক্যাম্পাস); সময়: ১৪ নভেম্বর – ২৯ নভেম্বর (সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা); বিস্তারিত জানতে কল করুন: 01986-810610, 01986810710, ওয়েবসাইট: www.fiu.edu.bd.