জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ১১:১৫ AM

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল। আজ রবিবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এলডি হলে এ বৈঠক শুরু হয়েছে।
বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও আছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিহউল্লাহ ও নির্বাহী কমিটির সদস্য ব্যরিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের ওপর নিজেদের মতামত তুলে ধরতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি।