ছাত্রদলের কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- সাভার প্রতিবেদক
- প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০৭:৫৩ PM

পবিত্র রমজান মাসে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় হাজী জয়নুদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এই আয়োজন করা হয়।
এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন আদরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: আইয়ুব খান।
প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব খান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন খুবই প্রশংসনীয়। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে দলীয় নেতাকর্মীদের কাছে অনুরোধ করেন।’
এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মো. আরিফুর রহমান আরিফ, শহিদুল ইসলাম, মোস্তফা কামাল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মুসলিমুর রহমান চন্দন, সাবেক সহদপ্তর সম্পাদক ইশতিয়াক এনাম ভূঁইয়া তানিম, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক লিটন আহমেদ, সাবেক সদস্য টিপু সুলতান, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল হামিদ, মাহফুজুল আলম সাগরসহ অন্যান্যরা।
জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন আদর বলেন, ‘আজকে আমরা সাভার ও আশুলিয়ার গণমানুষের নেতা ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান ভাইয়ের দিক নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।’
এ সময় পবিত্র কোরআন তেলাওয়াতে অংশগ্রহণকারী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।