স্বাধীনতা দিবসে জামায়াতের শুভেচ্ছা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০২:২৪ PM , আপডেট: ২৬ মার্চ ২০২৫, ০২:৩১ PM

মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (২৬ মার্চ) এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘১৯৭১ সালে যেমন এক সাগর রক্ত পেরিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, ২০২৪ সালে আমাদের ছাত্র-জনতার জীবনের বিনিময়ে পুনরায় পেয়েছি স্বাধীনতা।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে দু:খের বিষয়, শুরু থেকে এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে দলীয় রাজনীতির সংস্কৃতি ও ইতিহাস হঠকারিতা ও বিশ্বাসহীনতায়পূর্ণ। একটু লক্ষ্য করলেই আমরা দেখতে পাব যে, আমাদের দেশের রাজনীতিবিদরা যারা নিজেদেরকে দেশপ্রেমিক হিসেবে দাবি করেন, তাদের অনেকেই আবার ব্যাংক ও সরকারি অর্থ লুট করে, অর্থ পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন বারবার।’
‘দুর্নীতিবাজ ও জুলুমবাজদের নিজেদের স্বার্থে ব্যবহার করে গড়েছেন টাকার পাহাড়, ভেঙ্গে দিয়েছেন রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান। তারাই আবার দেশকে সংকটে ফেলে, দেশবাসী এমনকি নিজ দলের কর্মী-সমর্থকদের বিপদে ফেলে পাড়ি জমিয়েছেন বিদেশে।’
জামায়েত বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ব্যতিক্রম। প্রচণ্ড নিপীড়ন, গুম, খুন, জেল, জুলুম সহ্য করে, এমনকি ফাঁসির কাষ্ঠে ঝুলেও নেতৃবৃন্দ নিজেদের দায়িত্বের জায়গা থেকে দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের জনগণ ও দলীয় কর্মী সমর্থকদের পাশে দাঁড়িয়েছেন। সুযোগ পেয়েও দেশ ত্যাগ করেননি। অকল্পনীয় জুলুমের সম্মুখে শহীদ আবু সাঈদের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে তারা বারবার প্রমাণ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে নিজ জন্মভূমিতে মাথা উঁচু করে বেঁচে থাকা অথবা শহিদি মৃত্যুই হচ্ছে আসল স্বাধীনতা।’
আরো বলা হয়, ‘সংগ্রাম কিংবা বিজয়ে, ঈমান ও বীরত্ব নিয়ে জন্মভূমির জন্য অবিচল লড়াই-ই আমাদের অঙ্গীকার। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’