কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু

ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু
ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু  © সংগৃহীত

কুমিল্লার লাকসামে ট্রেনের কাটা পড়ে রওশন বিনতে শফিক (৪৪) নামক এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মে) সাড়ে সকাল ৭টায় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। 

নিহত শিক্ষিকা লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার বাবার নাম শফিকুল হোসেন। রওশন বিনতে শফিক লাকসামে বাসা ভাড়া করে থাকতেন। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম জিআরপি থানার এস.আই আমিনুল ইসলাম।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে তিনি বেশকিছুদিন থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে তাদের ধারণা। মাসখানেক আগেও তিনি ট্র্রেনের নিচে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে বুঝিয়ে বাসায় পৌঁছে দেন।

লাকসাম জিআরপি থানার এস.আই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ