মেট্রোরেলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে উচ্ছ্বসিত স্কুলছাত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৭:২২ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২, ০৭:২২ PM
মেট্রোরেল চালুর মধ্য দিয়ে রাজধানীর গণপরিবহনব্যবস্থায় যোগ হলো নতুন মাত্রা। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উত্তরা ১৫ নম্বর সেক্টরে মেট্রোরেলের উত্তর স্টেশনের প্ল্যাটফর্মে ফলক উন্মোচনের মাধ্যমে মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সুধী সমাবেশের মাধ্যমে উদ্বোধন ফলক উন্মোচন করার পর প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে চড়েন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন পর্যায়ের নির্ধারিত সংখ্যক অতিথিও ছিলেন।
সেই অতিথির তালিকায় ছিলেন পুরান ঢাকার গেন্ডারিয়া মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী রেহনুমা আহমেদ। প্রধানমন্ত্রীসহ অন্যদের সঙ্গে রেহনুমাও দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশনে আসে।
ট্রেন থেকে নামার পর প্রতিক্রিয়া জানতে চাইলে রেহনুমা জানায়, ‘বাংলাদেশের প্রথম মেট্রোরেলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে চড়তে পেরে আমার খুব ভালো লাগছে। আমি খুব খুশি।’
বেলা ১টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী দিয়াবাড়ি স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। এর আগে তিনি মেট্রোরেলের টিকিট (কার্ড) কেনেন। তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। তিনিও টিকিট কেনেন।