সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করার দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ PM

সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরাম। রবিবার (২০ এপ্রিল) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদন করে এ দাবি জানায় সংগঠনটি।
বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন শিকদার স্বাক্ষরিত আবেদনে বলা হয়, সংযুক্ত ও স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা প্রাইমারির সমমান হয়েও দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার হচ্ছে। ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একজন শিক্ষক অনুদান পান মাত্র ৩ হাজার ৩০০ টাকা এবং স্বতন্ত্র ইবতেদায়ী প্রধানগণ ৩ হাজার ৫০০ টাকা আর বাকি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা কিছুই পান না।
আরও বলা হয়, সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা ১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ টাকা স্কেলে বেতন ভাতা প্রাপ্ত হন। যা দিয়ে একজন শিক্ষকের পরিবার চালানো বর্তমান দ্রব্য মূল্যের বাজারে খুবই কষ্টকর। প্রাথমিক শিক্ষার বিকাশের সাথে যা মানানসই নয়।
তাদের দাবিগুলো হলো-সংযুক্ত ইবতেদায়ীসহ সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে একসাথে একযোগে জাতীয়করণ করতে হবে; আগামী ৩১ মে ২০২৫-এর মধ্যে সুনির্দিষ্ট অধ্যাদেশ জারি করতে হবে; আগামী অর্থবছরের শুরু থেকেই অর্থাৎ জুলাই ২০২৫ থেকেই সকল শিক্ষকদের বেতনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মে দিতে হবে; ইবতেদায়ী প্রধা পদে ইবতেদায়ী শিক্ষকদের সুযোগপ্রদানসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যায় সিনিয়রিটি হিসেবে পদায়ন করতে হবে এবং ইবতেদায়ী শিক্ষকদের নিয়োগ যোগ্যতা স্নাতক/ সমমান করতে হবে।