০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২

গাজীপুরে নির্বাচন সামনে রেখে জিএমপিতে বড় রদবদল

পুলিশের লোগো   © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে (জিএমপি) একযোগে বড় রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জিএমপি পুলিশ কমিশনারের কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে মোট ১০ জন কর্মকর্তাকে বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, সদর থানার ওসি মো. মেহেদী হাসানকে টঙ্গী পূর্ব থানায়, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন-অর-রশিদকে বাসন থানায় এবং কাশিমপুর থানা থেকে মোহাম্মদ মনিরুজ্জামানকে গাছা থানায় বদলি করা হয়েছে।

একই আদেশে পুবাইল থানার ওসি মো. খালিদ হাসানকে কাশিমপুর থানায় এবং বিভিন্ন থানায় কর্মরত আরও কয়েকজন কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়। এর মধ্যে টঙ্গী পূর্ব থানার ইনস্পেক্টর (তদন্ত) মো. আতিকুর রহমানকে পুবাইল থানায়, ডিবি (উত্তর)-এর কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদকে কোনাবাড়ী থানায় এবং কোনাবাড়ী থানার মো. সালাহউদ্দিনকে ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পাচ্ছেন মো. মেহেদী হাসান। ডিবি (উত্তর)-এর নতুন ওসি হিসেবে দায়িত্বে যাচ্ছেন মো. ওহিদুজ্জামান।

নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও গতিশীল করতে এই রদবদলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের বিদ্যমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।