হামজাদের ম্যাচ দেখতে দর্শকদের মানতে হবে যেসব নির্দেশনা
দীর্ঘ প্রতীক্ষার পর আবারও আন্তর্জাতিক ফুটবলের রোমাঞ্চ ফিরছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। তবে ৫৫ মাস পর ফিরে আসা এই ম্যাচকে ঘিরে অতীত অভিজ্ঞতা বেশ চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে আয়োজকদের সামনে।
গত ৪ মার্চ, ভুটানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুর্বল ব্যবস্থাপনা ফুটবলপ্রেমীদের ভোগান্তিতে ফেলেছিল। সেই ম্যাচে ফটক ভেঙে দর্শকের ঢুকে পড়া, টিকিটধারীদের সঙ্গে টিকিটবিহীন ব্যক্তিদের গ্যালারিতে প্রবেশ, এমনকি মাঠে পর্যন্ত চলে যাওয়া এবং ম্যাচ শেষে কোচের কাছেও পৌঁছে যাওয়া দর্শকদের কাণ্ড প্রশ্ন তুলেছিল পুরো নিরাপত্তা ব্যবস্থাপনাকে ঘিরে।
এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে এবারের বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচে দর্শকদের জন্য কঠোর ও সুসংগঠিত ব্যবস্থা গ্রহণ করেছে বাফুফে। এবার কোনো বিশৃঙ্খলার সুযোগ রাখছে না কর্তৃপক্ষ। নিরাপত্তার দায়িত্বে থাকছে পুলিশের বিশেষ ইউনিট—সোয়াট। দর্শকদের চলাচল নিয়ন্ত্রণ থেকে শুরু করে মাঠের চারপাশে থাকবে নজরদারি। দর্শকদের জন্য জারি করা হয়েছে বেশ কিছু নির্দেশনা, যার প্রতিটি অনুসরণ বাধ্যতামূলক। অন্যথায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আয়োজক সংস্থা।
আজকের (মঙ্গলবার) ম্যাচ শুরুর পাঁচ ঘণ্টা আগেই অর্থাৎ দুপুর ২টায় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে, এতে দর্শকরা পর্যাপ্ত সময় নিয়ে নির্বিঘ্নে নিজ নিজ আসনে পৌঁছাতে পারেন। ভুয়া টিকিটধারীদের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। গেট-৩ দিয়ে প্রবেশকারীদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট লাইনের পথ—দৈনিক বাংলার মোড় থেকে রাজউক ভবন পর্যন্ত বরাদ্দ থাকবে দুটি লেন, যেখানে একটি থাকবে শুধুমাত্র যাত্রীবাহী যান চলাচলের জন্য খোলা। ঈদের ছুটির কারণে আশপাশের অফিসগুলো বন্ধ থাকায় সাময়িকভাবে এই সুবিধা রাখা হয়েছে।
সবচেয়ে কঠোর সিদ্ধান্ত টিকিট সংক্রান্ত। যাদের টিকিট নেই, তাদের স্টেডিয়ামে প্রবেশের কোনো সুযোগই থাকবে না।
বাফুফে স্পষ্ট জানিয়েছে, খেলার সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তাই কোনোভাবেই যেন কেউ টিকিট ছাড়া প্রবেশের চেষ্টা না করে। যারা টিকিট পাননি, তাদের জন্য শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, যেন কেউ খেলা উপভোগ থেকে বঞ্চিত না হন।
এছাড়াও নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামে কোনো ধরনের ব্যাগ, পানির বোতল বা অতিরিক্ত ব্যক্তিগত সামগ্রী আনা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রত্যেক দর্শককে এই নিয়ম মেনে চলতে এবং একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তুলতে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।