শিক্ষক নিয়োগ দেবে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, পদ ২২
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। প্রতিষ্ঠানটি বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে বিভিন্ন বিভাগে ২২ প্রভাষক নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুলাইয়ের মধ্যে স্বহস্তে লিখিত আবেদনপত্র সরাসরি-ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুবিধা প্রাপ্য হবেন।
প্রতিষ্ঠানের নাম: ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ;
১. পদের নাম: প্রভাষক (বাংলা মাধ্যম);
বিষয়: বাংলা (৫টি), আইসিটি (২টি), পদার্থবিজ্ঞান (৩টি), রসায়ন (২টি), জীববিজ্ঞান (২টি), উচ্চতর গণিত (২টি), হিসাব বিজ্ঞান (২টি), উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন (২টি);
পদসংখ্যা: ২০ টি;
বেতন: আকর্ষণীয় বেতন নির্ধারণ করা হবে;
২. পদের নাম: প্রভাষক (ইংরেজি ভার্সন);
বিষয়: পদার্থবিজ্ঞান;
পদসংখ্যা: ২টি;
বেতন: আকর্ষণীয় বেতন নির্ধারণ করা হবে;
দরকারি কাগজপত্র—
*শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি;
*সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
*জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই লিখতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
অধ্যক্ষ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ৬৪ নম্বর ওয়ার্ড, মাতুয়াইল, ডেমরা রোড, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৮ জুলাই ২০২৫ (অফিস চলাকালীন);
লিখিত পরীক্ষার তারিখ: আগামী ১২ জুলাই ২০২৫, সকাল ১০টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: বাংলাদেশ প্রতিদিন