এমপিওভুক্তি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভা মঙ্গলবার

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তিসহ নানা জটিলতা সমাধানে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী মঙ্গলবার (১ মার্চ) সচিবালয়ের নির্ধারিত কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সোনা মনি চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা, বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রী স্তরে নিয়োগকৃত তৃতীয় শিক্ষক/নিয়োগ/এমপিওভুক্ত/বকেয়ার বিষয়ে জটিলতা নিরসনের লক্ষ্যে আগামী মঙ্গলবার সকালে সাড়ে ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে (কক্ষ নং-১৮১৫, ভবন নং-৬) অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) ফৌজিয়া জাফরীন।

আরও পড়ুন: গণহারে এমপিও ফাইল রিজেক্ট, শিক্ষকদের ক্ষোভ

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়/কলেজ), জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ