১৪ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৬

ভারত–পাকিস্তান মহারণ: ‘টেনেটুনে’ লড়াইয়ের পুঁজি পাকিস্তানের

ভারত-পাকিস্তান ম্যাচ   © সংগৃহীত

এশিয়া কাপের মঞ্চে টি–টোয়েন্টিকে যেন টেস্ট বানিয়ে ফেলল পাকিস্তান। দলটির ব্যাটাররা প্রথম ১০ ওভারের মধ্যে ৩৭ বলে কোনো রানই নিতে পারেননি। দলীয় এক শ' রানের আগেই ৮ উইকেট খুইয়ে ফেলেছিল দ্য গ্রিন ম্যানরা। তবে শাহিন আফ্রিদির শেষের ঝড়ে লড়াইয়ের পুঁজি পেয়েছে দলটি।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি পেয়েছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার সাহিবজাদা ফারহান।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। প্রথম দুই ওভারেই জোড়া উইকেট হারায় দ্য গ্রিন ম্যানরা। ইনিংসের প্রথম বলেই ডাক মেরে ওপেনার সাইম আইয়ূব এবং পরের ওভারে সাজঘরে ফেরেন মোহাম্মদ হারিস (৫ বলে ৩)। 

এরপর দুই অঙ্ক স্পর্শ করার আগেই ফেরেন সালমান আগা (১২ বলে ৩) ও হাসান নেওয়াজ (৭ বলে ৫)। এছাড়া ডাক মেরে প্যাভিলিয়নের পথ ধরেন মোহাম্মদ নেওয়াজ। এতে ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। সেখান থেকে ৯ উইকেটে ১২৭ রানে থামে দ্য গ্রিন ম্যানরা। 

দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার শাহিবজাদা ফারহান। ৪৪ বলে তিনটি ছক্কা ও একটি চারে এই ইনিংস সাজান তিনি। 

অবশ্য, শেষের ঝড়ে স্কোর বাড়িয়ে নেওয়ার কাজটা সারেন ৯-নম্বরে ব্যাটিংয়ে নামা পেসার শাহিন শাহ আফ্রিদি। ১৬ বলে ৪ ছক্কায় ৩৩ রান করেন তিনি। এছাড়া ফখরের ব্যাট থেকে ১৫ বলে ১৭ রান আসে।

মূলত ভারতের স্পিন ঘূর্ণিঝড়ই পাকিস্তানের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেয়। ৪ ওভার হাত ঘুরিয়ে সমান ১৮ রান দিয়ে ৩ ও ২ উইকেট তুলে নেন কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। এছাড়া ২৪ রান খরচায় ১ উইকেট নেন ডানহাতি লেগি বরুণ চক্রবর্তী। আর ৪ ওভারে ২৮ রান খরচায় ২ উইকেট শিকার করেন বুমরাহ।