১২ সেপ্টেম্বর ২০২৫, ২২:১০
নেত্রকোনায় নদীতে স্পিডবোট উল্টে নিখোঁজ ৪
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে একটি স্পিডবোট উল্টে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে খালিয়াজুরীর পাঁচহাট গ্রাম থেকে পাশের কিশোরগঞ্জের ইটনা মৃগা গ্রামে একটি বিয়েতে যাওয়ার পথে আন্ধাইর এলাকায় ধনু নদীতে এ স্পিডবোটডুবির ঘটনা ঘটে।
নিখোঁজদের মধ্যে পাঁচহাট গ্রামের স্বপনের সাত বছর বয়সী মেয়ে লায়লা রয়েছে। অন্যদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে স্পিডবোটে থাকা রোজিনা (৩২) নামের নারীকে ইটনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে ডুবুরি দল আসছে। তারা আসার পর শনিবার উদ্ধার অভিযান শুরু হবে।