রাবির ‘সি’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু

রাবি লোগো
রাবি লোগো   © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড আজ (২২ এপ্রিল) শুরু হয়েছে। যা পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ডাউনলোড করা যাবে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম। 

অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, আজ দুপুর থেকে ‘সি’ ইউনিটের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে। পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ডাউনলোড করা যাবে। মনোনীত শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, সাল এবং বোর্ড লিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

তিনি আরো বলেন, পরীক্ষার্থীর প্রবেশপত্রটি পুরাতন অর্থাৎ বাতিল হলেও তার কিউআর কোডটি স্ক্যান করলে সঠিক রোল নাম্বারসহ ভবন ও কক্ষের সঠিক তথ্য প্রদর্শন করবে। সেক্ষেত্রে অবশ্যই তাকে (পরীক্ষার্থীকে) নতুন রোল নাম্বার সম্বলিত প্রবেশপত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।  

জানা যায়, প্রতিটি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য দুটি অ্যাডমিট কার্ড দেওয়া হবে। একটায় লেখা থাকবে বিশ্ববিদ্যালয় কপি এবং অন্যটিতে পরীক্ষার্থীর কপি। অ্যাডমিট কার্ডে এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডে যে সিগনেচার রয়েছে সেটা হুবহু দিতে হবে। ভর্তি পরীক্ষার সময় সকল অ্যাডমিট কার্ড আনতে হবে। 

কারণ ভর্তি পরীক্ষার সময় কক্ষে কর্তব্যরত শিক্ষক অ্যাডমিট কার্ডে সিগনেচার দিয়ে বিশ্ববিদ্যালয় কপি জমা নিবে এবং পরীক্ষার্থীর কপি ফেরত দিবে। রাবিতে চান্স পাওয়ার পর এই পরীক্ষার্থীর কপি ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ও চূড়ান্ত ভর্তির সময় শিক্ষার্থীকে পরীক্ষার্থীর কপি সাথে আনতে হবে।

তথ্য মতে, আগামী ২৬ এপ্রিলে ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনি পদ্ধতিতে ১০০ নম্বরে ভর্তি পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। সময় থাকবে এক ঘণ্টা। প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএর উপর কোনো নম্বর থাকছে না। এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ