একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ছে না

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন আজ শেষ হচ্ছে
একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন আজ শেষ হচ্ছে  © ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ধাপের আবেদন আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। রাত ১১টা পর্যন্ত এ আবেদন করা যাবে। তবে আবেদনের সময়সীমা বাড়বে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার সকাল ৮টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd) ঢুকে আবেদন করতে পারছেন শিক্ষার্থীরা। এ জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে। এ ধাপের ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়নের সুযোগ দেয়া হবে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর। এরপর সময়সীমা না বাড়ানো হলে আর কারও আবেদন এবং কলেজে ভর্তির সুযোগ থাকবে না।

একাদশ শ্রেণিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ভর্তি শুরু হয়, চলবে ৫ অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে। এ বছর সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন: তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, ৩৬৫৭ জনকে সুপারিশ

বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষ করার কথা। আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে কোনো আলোচনাও হয়নি।  সময়সীমা বাড়ানোর সম্ভাবনা কম।

দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজ পাননি ২২ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছেন জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২৯১ জন। কলেজে ভর্তি হতে তাদের পুনরায় তৃতীয় বা শেষ ধাপে আবেদন করতে হবে।


সর্বশেষ সংবাদ