মাধ্যমিকে ভর্তি লটারির তারিখ পরিবর্তন

মাধ্যমিকে ভর্তি লটারির তারিখ পরিবর্তন
মাধ্যমিকে ভর্তি লটারির তারিখ পরিবর্তন  © ফাইল ছবি

চলতি বছরে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির লটারির নির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। গত ১০ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১২ ডিসেম্বর এই লটারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি স্কুলে লটারির তারিখ পরিবর্তন হলেও বেসরকারিতে আগের ঘোষণা অনুযায়ী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (০৫ ডিসেম্বর) মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি ১২ ডিসেম্বর বেলা ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মহানগরী ‌এবং জেলা সদর ও উপজেলা পর্যায়) ১৩ ডিসেম্বর বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: যেসব প্রতিষ্ঠানে পদায়ন পেলেন ২০৬৫ সহকারী শিক্ষক (প্রজ্ঞাপন)

এর আগে ২০২১ ও ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম অনলাইন ও লটারির মাধ্যমে করা হয়। তারই ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা সদর) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

আগামী বছরের জন্য অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় ১৬ নভেম্বর, যা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। এর আবেদন ফি ১১০ টাকা, পরিশোধ করতে হবে রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে। সারা দেশে ২ হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। আর সরকারি ৪০৫টি স্কুলে আসন সংখ্যা ৮০ হাজার ৯১টি।


সর্বশেষ সংবাদ