ইয়েমেনে মার্কিন জোটের ফের হামলা

  © সংগৃহীত

মার্কিন নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে। শুক্রবার ভোরে ইয়েমেনের কয়েকটি শহরে হামলা হওয়ার তথ্য নিশ্চিত করেছেন হুতি কর্মকর্তা আবদুল কাদের আল-মোরতাদা। এর আগের দিন দেশটিতে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। খবর আল জাজিরার।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে এ হামলার ঘটনা স্বীকার করেছে মার্কিন কর্মকর্তারও। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। আল-জাজিরার পক্ষ থেকেও জানানো হয়েছে ইয়েমেনের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আগের দিন শুক্রবার (১২ জানুয়ারির) হামলায় অন্তত পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। 

প্রথম হামলার পর ইয়েমেনে হুতিদের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজি বলেছেন, এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে চরম মূল্য দিতে হবে। ইয়েমেনের টিভি চ্যানেল আল-মাসিরাহ তাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে এই নির্লজ্জ আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে।


সর্বশেষ সংবাদ