রেলে ডিসিপ্লিন নিয়ে এসেছি: রেলমন্ত্রী

অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন
অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন  © ফাইল ছবি

বাংলাদেশের রেল ব্যবস্থাপনায় ডিসিপ্লিন নিয়ে এসেছি বলে মন্তব্য করেছেন রেলপথ বিভাগের মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (২৮ জুলাই) সুপ্রিম কোর্ট বারের অডিটোরিয়াম উদ্ভোধনের পর এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

নুরুল ইসলাম সুজন বলেন, মানুষ রেলে চড়া ভুলে গিয়েছিল, সেটিকে আমরা যুগোপযোগী করেছি। রেলের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে আলাদা রেললাইন সেতু ভবন করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে রেলের অনিয়ম দূর করতে কালোবাজারি মুক্ত করার চেষ্টা করছি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। দিনাজপুরে সম্প্রতি আমার ভূমিহীনতা দূর করেছি। 

এর আগে সুপ্রিম কোর্ট বারের সুসজ্জিত অডিটোরিয়ামের উদ্ভোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আইনমন্ত্রী আনিসুল হক, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ুন, রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, বেসামরিক ও বিমান পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

এতে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, অনুষ্ঠান পরিচালনা করেন বারের সম্পাদক আব্দুন নুর দুলাল।


সর্বশেষ সংবাদ