পাঁচ মাসে হাফেজ হলেন ১০ বছরের রাহাত

 আল রাহাত
আল রাহাত  © সংগৃহীত

মাত্র পাঁচ মাসে কোরআনের হাফেজ হয়েছে ১০ বছর বয়সী শিশু আল রাহাত। বৃহস্পতিবার (১০ মার্চ) আনুষ্ঠানিকভাবে হিফজ সম্পন্ন হয়।

আল রাহাত রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগের জামিয়া মোহাম্মাদিয়া নুরুল কুরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। সে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার ঘনশ্যামপুর গ্রামের আযহার মৃধার ছেলে।

রাহাতের সমাপনী পড়া শোনেন রাজধানীর ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার ইফতা বিভাগের প্রধান মুফতি নুরুল আমিন কাসেমি।

আরও পড়ুন: ছাত্রীদের বোরকা পরে স্কুল-কলেজে যাওয়ার পরামর্শ ইউপি চেয়ারম্যানের

এ সময় জামিয়া মোহাম্মাদিয়া নুরুল কুরআন মাদ্রাসার মুহতামিম মুফতি নুরুজ্জামান কাসেমীসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মুফতি নুরুজ্জামান কাসেসি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী ও হিফজ বিভাগের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও রাহাতের আন্তরিক প্রচেষ্টায় খুব কম সময়ে হিফজ সমাপ্ত করতে পেরেছে সে।

আল রাহাতের বাবা-মা ও চাচা হাফেজ কারী ইমরান হুসাইনসহ অন্য স্বজনেরা আশা করেন, তাদের ছোট্ট রাহাত একসময় বড় আলেম হবে এবং বিশ্বব্যাপী ইসলামের খেদমত করবে।


সর্বশেষ সংবাদ