১০ জনের তালিকা চূড়ান্ত হবে মঙ্গলবার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪০ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৫ AM
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের লক্ষ্যে ১২-১৩ জনের সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি। নির্বাচিতদের মধ্য থেকে ১০ জনের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সার্চ কমিটির ৬ষ্ঠ বৈঠকে এই তালিকা করা হয়।
বৈঠক শেষে সার্চ কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, আমাদের ৬ষ্ঠ বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকে আমরা ১২/১৩ জনের নামের একটি সংক্ষিপ্ত তালিকা করেছি। আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আমাদের সপ্তম বৈঠক হবে। ওই বৈঠকে ১০ জনের নামের তালিকা করা হবে।
ওবায়দুল হাসান জানান, ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করার পর আমরা সেটি রাষ্ট্রপতির কাছে পাঠাবো। এরপর তিনি নিয়োগ চূড়ান্ত করবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার্চ কমিটির প্রধান জানান, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নামের তালিকা দেয়া শেষ হওয়ার পরও একদিন সময় দিয়েছিলাম। যেন যারা নাম প্রস্তাব করেনি তারা নাম দিতে পারে। কয়েকটি সংগঠন নাম প্রস্তাব করেছিল। এরপর আমরা সেগুলো যাচাই-বাছাই করে সংক্ষিপ্ত করেছি।
তিনি আরও বলেন, আজকের সভায় আমরা ১০ জনের তালিকা চূড়ান্ত করতে পারিনি। ২২ তারিখের সভায় সেটি চূড়ান্ত করা হবে। তালিকা চূড়ান্ত হলেও তা প্রকাশ করা হবে না। রাষ্ট্রপতির ডোমেইন আমরা তার কাছে হস্তান্তর করব। এরপর তিনি যদি বলেন আপনারা তালিকা প্রকাশ করুন তাহলে আমরা তখন তালিকা প্রকাশ করব।