সুন্দরবনের খালে পড়ে ছিল বাঘের মৃতদেহ

বাঘের মৃতদেহ
বাঘের মৃতদেহ  © সংগৃহীত ছবি

সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি বাঘের মৃতদেহ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: স্কুল খোলা রাখার আহবান ইউনিসেফের

উদ্ধার হওয়া বাঘটির বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। বাঘটির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে।

এদিকে, কাল শনিবার (২৯ জানুয়ারি) সকালে শরণখোলা রেঞ্জ অফিস এলাকায় বাঘটির মৃতদেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞপ্তির নিয়ম ভেঙে ৮ শিক্ষার্থীকে ভর্তি

সুন্দরবন পূর্ব বন বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, রুপার খাল এলাকায় বাঘটির মৃতদেহ ভাসতে দেখে বনরক্ষীরা উদ্ধার করেছে। শনিবার সকালে মৃত বাঘটিকে শরণখোলা রেঞ্জ অফিসে আনা হবে। বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে সেখানে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

উল্লেখ, গত বছরের ৮ নভেম্বর ভোরে স্থানীয় জেলেদের কাছে সংবাদ পেয়ে সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালপাড় থেকে মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করে বন বিভাগ।


সর্বশেষ সংবাদ