সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর  © ফাইল ফটো

দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশের প্রেক্ষিতে এই নির্দেশনা দিয়েছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এর আগে রোববার (২৮ নভেম্বর) জাতীয় কারিগরি পরামর্শক কমিটর সভায় করোনার নতুন ধরন ওমিক্রন রোধে চারটি সুপারিশ করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী গণমাধ্যমকে বলেন,  যেসব দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে সেসব দেশের যাত্রীদের দেশে প্রবশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ বিষয়ে বেবিচেকের চেয়ারম্যানকেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ