গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্টে আটক ৮
- রাশেদুল ইসলাম রাশেদ,গাইবান্ধা:
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১০ AM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১০ AM

গাইবান্ধা শহরের পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করেছে যৌথবাহিনী। এসময় নগদ অর্থ, গাঁজা ও জুয়ার সরঞ্জামসহ ৮ জনকে আটক করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার রাত নয়টা থেকে যৌথ বাহিনী ঘণ্টাব্যাপী 'অপারেশন ডেভিল হান্ট' অভিযান চালায় এবং ৮ জনকে আটক করে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পৌর পার্কে অবস্থিত পাবলিক লাইব্রেরীতে অভিযান চলে। এতে সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে পাবলিক লাইব্রেরীর একটি গোপন কক্ষ থেকে গাঁজা ও জুয়ার সরঞ্জাম, নগদ অর্থ, মোবাইল ফোন জব্দসহ ৮ জনকে হাতেনাতে আটক করে যৌথবাহিনী। পরে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকরা হলেন কাজী ওয়াদুদ, চিনু, মাহমুদ, ডিপ্টি মিয়া, সাবেক কাউন্সিলর নিয়াজ রহমান লোটন, আবু হোসেন। এছাড়া গাইবান্ধা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক কাজী জিয়াউল হাফিজ ও ইকবাল কবির অপুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ৮ জনকে আটক করা হলেও দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকী ৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।