রমজানে দেশের মানুষ ভালো নেই: জিএম কাদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১১:২৯ PM , আপডেট: ১৭ মার্চ ২০২৪, ১১:২৯ PM

রমজানে দেশের মানুষ ভালো নেই বলে মনে করেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, রমজানে দ্রব্যমূল্য নাগালের বাইরে। আয় দিয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারছে না।
রোববার বিকালে পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের এ কথা বলেন।
জিএম কাদের বলেন, মালামালের দাম বাড়ছে প্রতি সপ্তাহে। রমজানে মুনাফাখোররা কয়েকগুণ দাম বাড়িয়ে দিয়েছে; কিন্তু দেশের ৯০ ভাগ মানুষ আধাপেট খেয়ে দিন পার করছেন।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয় দাম বেশি হলেও বেচাকেনা তো হচ্ছে। একশ্রেণির মানুষ ভোগবিলাসে দিন কাটাচ্ছে। সরকারের আশপাশের লোকজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে, তাদের দিকে তাকিয়ে দেশের মানুষে মানুষের কথা বিবেচনা করলে হবে না।
বিরোধীদলীয় নেতা বলেন, বাজারের চাকচিক্য প্রমাণ করে বৈষম্য। মাহে রমজান আমাদের বৈষম্যের বিরোধিতার শিক্ষা দেয়। ইসলাম আমাদের সামাজিক ন্যায় বিচারক প্রতিষ্ঠার শিক্ষা দেয়। বৈষম্যের শিকার মানুষদের বাঁচাতে হবে। গরিব মানুষদের বাঁচাতে সরকারের কোনো আশ্বাস বাস্তবায়ন হয়নি।