এবার ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা বিএনপির

অবরোধ
অবরোধ  © সম্পাদিত

একদিন বিরতি দিয়ে আবারও ৪৮ ঘণ্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে তারা।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।‌ ‘বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে আগামীকাল ৭ নভেম্বর অবরোধ কর্মসূচিতে বিরতি দেওয়া হয়েছে। সমমনা রাজনৈতিক দলগুলো ও যুগপৎভাবে এই কর্মসূচি পালন করবে।

আরও পড়ুন: উপাচার্যের বিদায়ে শিক্ষার্থীদের উল্লাস, মিষ্টি বিতরণ

এর আগে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বুধ ও বৃহস্পতিবার দুইদিনের অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়। আজ সোমবার (৬ নভেম্বর) লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ এক বিবৃতিতে এ তথ্য জানান।

উল্লেখ্য, গত দুই দিন যাবত চলমান অবরোধে রাজধানী ঢাকাসহ সারা দেশে বেশ কিছু গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে। সড়কে যান চলাচল স্বাভাবিকের চেয়ে অনেক কম রয়েছে। 


সর্বশেষ সংবাদ