যে কারণে দর্শককে মারতে গিয়েছিলেন খুশদিল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৫ PM

নিউজিল্যান্ড সফরে দর্শকদের সঙ্গে তর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন পাকিস্তানের খুশদিল শাহ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের পর এক দর্শককে মারতে গিয়েছিলেন তিনি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বেশ সমালোচনা হয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি
জিও নিউজকে খুশদিল বলেন, ‘দর্শক যে কথা বলেছিল, সেগুলো ভাষায় প্রকাশের অযোগ্য। আমি বছরের পর বছর ধরে এমন অপমান সহ্য করে আসছি। কিন্তু এগুলো যখন আমার দেশ বা মা–বাবার উদ্দেশে করা হয়, আমি তো আর চুপ থাকতে পারি না।’
তিনি যোগ করেন, ‘সেদিন আমি ব্যক্তিগত অপমান সহ্য করে গেছি। কিন্তু আমার জাতি আর পরিবারের প্রতি অশ্রদ্ধা সীমা অতিক্রম করে গিয়েছিল। এমনটা যদি আবারও ঘটে, আমি একই রকম প্রতিক্রিয়া দেখাব।’
এদিকে অভিযোগ উঠেছে, নির্বচাকদের থেকে বাড়তি সুবিধা নিয়ে দলে জায়গা পেয়েছেন খুশদিল। এ প্রসঙ্গে তার মন্তব্য, ‘৬ বছরে আমাকে তিন বা চারবার (বাদ পড়ার পর) দলে জায়গা করতে হয়েছে। কখনো কখনো আমাকে দ্বাদশ খেলোয়াড় করা হয়। কিন্তু আমি আমার ছন্দে থাকা নিয়ে সব সময় কাজ করি, যাতে করে সুযোগ পেলেই দলকে কিছু দিতে পারি।’
তিনি আরও বলেন, ‘আমি সব সময়ই সমালোচনার মুখে পড়ি। আমার পাশে যদি কেউ থাকত, তাহলে মানুষ আমাকে নিয়ে এসব করত না। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা মানুষ আমার পারফরম্যান্স নিয়ে কতটা জানে?’
বারবার স্কোয়াডে নিজের ফেরা নিয়েও যুক্তি দেখিয়েছেন খুশদিল। তার মতে, ‘এসব সমালোচনা আমার ওপর প্রভাব ফেলে না। কিন্তু আমার পাশে কেউ থাকলে তারা (সমালোচকেরা) চুপ থাকত। যেসব সেঞ্চুরি দলের জয়ে কোনো অবদান রাখে না, এর চেয়ে আমার ২০–২৫ রানের ইনিংস দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’