টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

দুই দলের অধিনায়ক
দুই দলের অধিনায়ক   © সংগৃহীত

ঘরের মাঠে চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে নতুন লড়াইয়ে নামছে বাংলাদেশ। রোডেশিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে উইকেটকিপারের ভূমিকায় কে থাকবেন, এ নিয়ে গত কয়েকদিনে নানান আলোচনা ছিল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও বিষয়টি খোলাসা করেননি টাইগার দলপতি। শেষমেশ জাকের আলি অনিকের কাঁধেই থাকছে উইকেটকিপারের দায়িত্বটা।

তিন পেসার নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। নাহিদ রানার সঙ্গে সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ রয়েছেন। স্পিনে মিরাজের সঙ্গী বাঁ-হাতি তাইজুল ইসলাম। ওপেনিংয়ে সাদমানের সঙ্গী জয়, স্কোয়াডে থাকলেও একাদশে নেই জাকির হাসান।

টেস্ট ফরম্যাটে মোট ১৮ বার মুখোমুখি হয়েছে দল দুটি। এর মধ্যে বাংলাদেশ ৮টিতে জিতেছে এবং ৭টিতে হেরেছে। বাকি তিনটি টেস্ট সমতায় শেষ হয়েছে। ২০০১, ২০০৫, ২০১৪, ২০১৮ এবং ২০২০ সালের পর ষষ্ঠবারের মতো বাংলাদেশে সফর করছে জিম্বাবুয়ে। এ পর্যন্ত বাংলাদেশের মাটিতে ১০ টেস্ট খেলে মাত্র দুটিতে জিতেছে সফরকারীরা। ২০২০ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছে জিম্বাবুয়ে। মিরপুরে ওই টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ: বেন কারান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টর এনাউচি।


সর্বশেষ সংবাদ