রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ আজ

রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ আজ
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ আজ  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ হবে আজ বিকেল ৪টায়। ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, বোর্ড ও পাশের সন ইনপুট দিয়ে ফলাফল জানতে পারবে। 

বুধবার (১৩ মার্চ) দুপুরে 'এ' ইউনিটের সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. এক্রাম উল্যাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি নিশ্চিত করেন।

অধ্যাপক মো. এক্রাম উল্যাহ বলেন, ফল প্রকাশ করতে আমাদের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ বিকেল ৪টায় 'এ' ইউনিটের ফলাফল প্রকাশিত হবে। ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রোল, বোর্ড ও পাশের সন ইনপুট দিয়ে ফলাফল জানতে পারবেন। 

এর আগে, গত ৬ মার্চ চারটি শিফটে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। চার গ্রুপের নিবন্ধিত পরীক্ষার্থী ছিল প্রথম তিন গ্রুপে ১৮ হাজার ৬৯৬ জন করে এবং চতুর্থ গ্রুপে ১৮ হাজার ৬৯৭ জন। মোট ৭৪ হাজার ৭৮৫ জন। পরীক্ষাসমূহে উপস্থিতির শতকরা হার ছিল প্রায় ৯১ শতাংশ। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ' ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল দেখা যাবে এখানে


সর্বশেষ সংবাদ