তরুণীকে নিয়ে ছাত্রদল নেতার মাদক সেবনের অভিযোগ, ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া  © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ছাত্রদল নেতার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে এক তরুণী ও এক যুবককে মাদক সেবনের প্রস্তুতি নিতে দেখা যায়। একই সময় আরেক যুবক মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করছিলেন। কিছুক্ষণের মধ্যে কালো শার্ট পরা যুবকটি মোবাইলটি সরিয়ে দেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দাবি ওঠে, ভিডিওতে দেখা যাওয়া ওই যুবক ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রদল নেতা সাহেদ তালুকদার। যদিও সাহেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভিডিওটি আমার নয়। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে এবং আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমার ভাবমূর্তি নষ্ট করতেই এই কাজ করা হয়েছে।’

নাম না প্রকাশ করার শর্তে অনেকই জানান, ভিডিওটি কয়েক বছর আগের। ভিডিওতে কালো শার্ট পড়া যুবকটি টুঙ্গিপাড়া উপজেলার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সাহেদ তালুকদার। গত বছরের ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সাহেদ তালুকদার ছাত্রদল করছেন।

এ ব্যাপারে ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সাহেদ তালুকদার ভিডিওটি তার নয় দাবি করে জানান, ৫ আগস্টের পর থেকে আমি ছাত্রদল করছি। বিভিন্ন সময় মাদকের বিরুদ্ধে কথা বলায় ও ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে লাগানো পোস্টার ছিড়ে ফেলার কারণে অন্য একটি ভিডিও আমার বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। আমার ধারণা ছাত্রলীগের নেতাকর্মীরা এমনটি করেছে। এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নিবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমি নেতৃবৃন্দকে জানিয়েছে। তাদের পরামর্শে পরবর্তী ব্যবস্থা নেব।

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন জানান, এটি নিয়ে সাহেদ আমার সাথে কথা বলেছে। সে দাবি করেছে এটি তার ভিডিও নয়। তবে সাহেদ ছাত্রদলের কোন কমিটিতে নেই। ভিডিওটি তার হলে দায়ভার তাকেই নিতে হবে, দল কোন দায়ভার নেবে না।

গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, কোন চাঁদাবাজ, মাদকসেবীর দলে স্থান হবে না। এখন পযর্ন্ত ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজে ছাত্রদলের কোন কমিটি নেই। তবে আমি এখন পযর্ন্ত ভিডিওটি দেখিনি। যদি সে মাদকসেবন করে থাকে দলে তার কোন স্থান হবে না।


সর্বশেষ সংবাদ