ফেসবুক লাইভে এসে ছাত্রদল নেতার বহিষ্কার দাবি বিএনপি নেতার

মইনুল হাসান সাদিক ও পারভেজ সরকার
মইনুল হাসান সাদিক ও পারভেজ সরকার  © সংগৃহীত

ফেসবুক লাইভে এসে সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের এক শীর্ষ নেতার বহিষ্কার দাবি করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মইনুল হাসান সাদিক। এসময় নিজ এলাকায় বাসিন্দাদের তোপের মুখে পড়েছেন এ নেতা। 

গতকাল সোমবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলার ঘেগার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বকশিগঞ্জ এলাকায় একটি স্কুলে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাদুল্লাপুরে ফেরার পথে তার গাড়ি আটকায় বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন।

স্থানীয়দের অভিযোগ, সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকার এলাকার মানুষকে মারধরসহ নানান অপকর্ম চালিয়ে আসছে। তার অপকর্ম-অত্যাচারে অতিষ্ঠ মানুষ। থানা পুলিশ ও দলের নেতাদের অভিযোগ করেও প্রতিকার মেলিনি। সর্বশেষ জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের কাছে পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও তিনি কোনও ব্যবস্থা নেননি। 

এদিকে, ঘটনাস্থল থেকে ফিরে ফেসবুক লাইভে এসে সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকারের নানান অপকর্ম তুলে ধরেন জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক। এসময় দ্রুত তাকে বহিষ্কার করতে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

ফেসবুক লাইভে এসে জেলা বিএনপির এ নেতা বলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকারের অপকর্মে এলাকাবাসী ক্ষুব্ধ। এ কারণে আমি কেন্দ্রীয় ও জেলা ছাত্রদল নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই মুহূর্তে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকারকে দল থেকে বহিষ্কার কিংবা অব্যাহতিসহ পুনরায় উপজেলা ছাত্রদলের পুনর্গঠন করা দরকার।

এদিকে সব অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা পারভেজ সরকার বলেন, স্থানীয় একটি মাজার ও ওয়াকফ স্টেটের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে শহিদুল ইসলাম সরকার এবং মইনুল প্রধানের মধ্যে বিবাদ চলছে। শহিদুল ইসলাম আমার চাচা হয়। এ কারণে মইনুল ও তার লোকজন আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ তুলে বহিষ্কারের দাবি তুলেছেন।


সর্বশেষ সংবাদ