ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলেন কর্মীরা

  © সংগৃহীত

নাটোরে আটক হওয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল উদ্দিনকে থানা চত্বর থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আটক রুবেল উদ্দিন লালপুর উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়ায় একটি বাড়িতে গুলির ঘটনার মামলায় রুবেল উদ্দিনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পুলিশ। ওই মামলার ভিত্তিতে বিকেলে তাকে আটক করে লালপুর থানায় নেয়া হয়।

জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, ‌‘যতদূর জানি বিএনপি নেতা আব্দুর রশীদের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় রুবেল জড়িত ছিলেন না। তবে তাকে আটকের পর থানায় কী ঘটেছে তা জানা নেই। বিষয়টির খোঁজখবর নেওয়া হবে।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক এ বিষয়ে পরে কথা বলব বলে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘বাগাতিপাড়ায় ১৬ ডিসেম্বরে আব্দুর রশিদের বাড়িতে গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্টতা আছে সন্দেহে রুবেলকে পুলিশ আটক করে লালপুর থানায় নিয়ে আসে। পরে ওদের লোকজন থানায় এসে জোরাজুরি করে তাকে নিয়ে গেছে। কারা এই ঘটনায় জড়িত আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। কিছু নামও পেয়েছি। তাদেরসহ ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারে যৌথবাহিনী কাজ শুরু করেছে।’


সর্বশেষ সংবাদ