ফেসবুক পোস্টের মন্তব্য ঘিরে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, আহত ১০
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১০:১৮ PM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ১০:১৮ PM

হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি ফেসবুক পোস্টের মন্তব্যকে কেন্দ্র করে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহী রহমান এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আকাশের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজমিরীগঞ্জ পৌরসদরে থানার সামনের এলাকায় এ সংঘর্ষ হয়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর যুবদলের সদস্য সচিব আতিক রহমান তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন "রাজনীতি থেকে ভালো মানুষগুলো স্বেচ্ছায় নিজেকে লুকিয়ে রাখছে, শুধু নিম্ন শ্রেণি থেকে উঠে আসা দালাল এবং চামচাদের কারণে।" এই পোস্টে মন্তব্য করা নিয়ে স্বেচ্ছাসেবক দলের রাহী রহমান ও ছাত্রদল নেতা হুমায়ুন কবীর আকাশের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা একে অপরকে বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা করার চ্যালেঞ্জ ছুড়ে দেন। এরই জেরে সন্ধ্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষের সমর্থকরা।
সংঘর্ষের সময় পৌরসদর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাসান বলেন, "পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ভবিষ্যতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আমাদের টহল জোরদার করা হয়েছে।"