তামিমের জায়গায় যেভাবে দল সামলাবেন হৃদয়

তামিম ইকবাল-তাওহীদ হৃদয়
তামিম ইকবাল-তাওহীদ হৃদয়   © সংগৃহীত

ঈদের ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) থেকে ক্রীড়াঙ্গনের ব্যস্ততা ফের শুরু হচ্ছে। এদিন থেকে আবারও মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের খেলা। তবে এই পর্ব থেকে মোহামেডান অধিনায়ক তামিম ইকবালকে দেখা যাবে না। হৃদরোগে আক্রান্ত হয়ে কার্যত পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই ওপেনার। 

এদিকে মাঠের খেলা গড়ানোর আগে তামিমের স্থলাভিষিক্ত হিসেবে অধিনায়কত্ব কে পাবেন, তা নিয়ে নানান আলোচনা ছিল। শেষ পর্যন্ত তারকায় ঠাসা মোহামেডানের অধিনায়কত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়। তবে এটাকে চাপ হিসেবে নিতে চান না হৃদয়। শনিবার (৫ এপ্রিল) গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন নতুন এই অধিনায়ক।

সেখানে হৃদয় বলেন, ‘চ্যালেঞ্জ সব সেক্টরে আছে আপনার প্রফেশনে আছে, আমার প্রফেশনেও আছে। তো চেষ্টা করব আমি এটা এনজয় করার জন্য। এবং চেষ্টা করব দলের জন্য যতটুকু পারব এই দিকটাতে কন্ট্রিবিউট করার জন্য।’

অসুস্থতার কারণে নেই তামিম। আর জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে মোহামেডানের অনেক খেলোয়াড়ই জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন। তবে এটাকে নতুনদের জন্য সুযোগ হিসেবে দেখছেন হৃদয়।

এ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘প্রথমত এটা আমাদের হাতে নেই, যতটুকু আমাদের হাতে আছে, যতটুকু কন্ট্রোলে আছে। এর ভেতর থেকে আমাদের সবকিছু করতে হবে। আমাদের দল প্রথম থেকেই বিগ বাজেটের দল, এখনো বিগ বাজেটের দল আছে।’ 

তিনি যোগ করেন, ‘হয়তো দুই একটা খেলোয়ার অন-অফ আছে। জাতীয় দলের খেলা রয়েছে, আশা করছি আমাদের যারা ব্যাকআপ আছে, তাদের জন্য একটা পজিটিভ সাইন হবে এটা। তারাও তো খেলোয়াড়, তাদের তো সুযোগ দরকার। আমরা চেষ্টা করব তারা যখনই যে অবস্থায় সুযোগ আসবে, তারা জন্য কাজে লাগাতে পারে সুযোগটা।’


সর্বশেষ সংবাদ