রিশাদের প্রশংসায় পঞ্চমুখ শাহিন আফ্রিদি

শাহিন শাহ আফ্রিদি-রিশাদ হোসেন
শাহিন শাহ আফ্রিদি-রিশাদ হোসেন   © সম্পাদিত

অভিষেকেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রঙ ছড়িয়েছেন রিশাদ হোসেন। লাহোর কালান্দার্সের জার্সিতে ৩১ রান খরচায় ৩ উইকেট নিজের ঝুলিতে পুড়েন বাংলাদেশের এই লেগি। তার দাপুটে বোলিংয়ের দিনে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর।

দুর্দান্ত অভিষেকে প্রশংসায় ভাসছেন রিশাদ। লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদিও টাইগার এই স্পিনারের প্রশংসা করেছেন। 

ম্যাচ শেষে রিশাদের প্রশংসা করে লাহোর অধিনায়ক বলেন, ‘আমরা যখন রিশাদকে একাদশে নিই, তখন মিডল ওভারে উইকেট নিতে পারার বিষয়টি চিন্তা করেছিলাম। ডেভিড ভিসে এই ম্যাচে খেলতে পারেননি, রিশাদ ছিল ওই জায়গায় সেরা পছন্দ।’ 

উল্লেখ্য, আসরের উদ্বোধনী ম্যাচে লাহোরের একাদশে ছিলেন না রিশাদ। মূলত টিম কম্বিনেশনের জন্যই তাকে একাদশের বাইরে রেখেছিল দলটি। তবে গতকালের পারফরম্যান্সের পর তাকে একাদশের বাইরে রাখা কঠিনই হবে।

রোববার (১৩ এপ্রিল) রাতে ব্যাটিংয়ে নেমে ফখর জামান ও স্যাম বিলিংসের ফিফটিতে ৬ উইকেটে ২১৯ রানের বড় পুঁজি পেয়েছিল রিশাদের লাহোর। জবাবে ৭৯ রানে পরাজয়ের স্বাদ নেয় কোয়েট্টা গ্লাডিয়েটার্স।


সর্বশেষ সংবাদ