ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে অভিযান শেষে দেশে ফিরছে বাংলাদেশের প্রতিনিধি দল

বাংলাদেশের প্রতিনিধি দল
বাংলাদেশের প্রতিনিধি দল  © সংগৃহীত

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরছে বাংলাদেশের প্রতিনিধি দল। সেনাবাহিনীর উদ্ধারকর্মী, চিকিৎসক, নার্স ও অগ্নিনির্বাপক কর্মীদের সমন্বয়ে গঠিত এই দলটি রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বাণৌজা সমুদ্র অভিযান’ যোগে মিয়ানমার ত্যাগ করেছে। সমুদ্রপথে তারা মঙ্গলবার (১৫ এপ্রিল) চট্টগ্রামে পৌঁছাবে।

সোমবার (১৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন দায়িত্বশীল প্রতিবেশী এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অগ্রগামী দেশ হিসেবে বাংলাদেশ মিয়ানমারের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দিতে তিনটি ধাপে পাঁচটি বাংলাদেশি বিমান ও একটি নৌবাহিনীর জাহাজের মাধ্যমে মিয়ানমারে মোট ১৫১ দশমিক ৫ টন ত্রাণ পাঠানো হয়েছে।

সহায়তার মধ্যে ছিল—খাদ্যসামগ্রী, ওষুধ, তাঁবু, প্রস্তুত খাবারের প্যাকেট, শুকনো রেশন, পানীয় জল, কম্বল, পোশাক, স্বাস্থ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।

ত্রাণ কার্যক্রমের প্রতিটি ধাপে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে সহায়তা হস্তান্তর করেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

এই মানবিক সহায়তা কার্যক্রমকে দুই দেশের মধ্যে আস্থার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সহানুভূতির বাস্তব নিদর্শন হিসেবে বিবেচনা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ