বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ০৪:১২ PM

সাদা বলের সিরিজ খেলতে আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। এই সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দল দুটি। জানা গেছে, আগামী ২ মে ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা দল
চট্টগ্রামে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সকাল ১০টায় শুরু হবে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ৬ মে সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে দল দুটি। একই ভেন্যুতে ৮ ও ১১ মে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে
অন্যদিকে কক্সবাজারে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে। ১৪ মে থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। কক্সবাজার অ্যাকাডেমি মাঠে দুপুর দেড়টা থেকে ম্যাচগুলো গড়াবে। একই মাঠে ১৬ ও ১৮ মে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে।
দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বাংলাদেশ সফরের সূচি:
৬ মে, প্রথম ওয়ানডে
৮ মে, দ্বিতীয় ওয়ানডে
১১ মে, তৃতীয় ওয়ানডে
১৪ মে, প্রথম টি-টোয়েন্টি
১৬ মে, দ্বিতীয় টি-টোয়েন্টি
১৮ মে, তৃতীয় টি-টোয়েন্টি