ছাত্রলীগ নেতার লাঠির আঘাতে বিএনপিকর্মী খুন
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৪:১০ PM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ০৪:১৯ PM

কক্সবাজারের মহেশখালী উপজেলায় স্থানীয় এক বিএনপি নেতাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুর রশিদ (৫৫)। তিনি কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার লাল মিয়ার ছেলে। কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন রশিদ। অভিযুক্ত ব্যক্তির নাম অমিত হাসান। তিনিও একই এলাকার বাসিন্দা এবং কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি।
আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের পুরানবাড়ি এলাকার একটি পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালবেলা স্থানীয় কয়েকজনের সঙ্গে তাস খেলায় অংশ নেন রশিদ। খেলার ফাঁকে রাজনৈতিক আলাপ চলাকালে ছাত্রলীগ নেতা অমিত ও কামরুলের সঙ্গে তার তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় মারামারিতে রূপ নেয়। অভিযোগ, তখন অমিত ও কামরুলের নেতৃত্বে রশিদকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বদরখালী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে। নিহতের মরদেহ বর্তমানে বদরখালী হাসপাতালে রাখা হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে কক্সবাজার জেলা সদর হাসপাতালে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ দ্যা ডেইলি ক্যাম্পাস'কে জানান, কালারমারছড়ায় খুনের খবরে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে লাশ জেলার বদরখালী হাসপাতালে আছে। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং একজনকে আটক করা হয়েছে।