মৌলভীবাজারে ছাত্রলীগের সাবেক নেতা তুষার গ্রেপ্তার

আনিসুল ইসলাম চৌধুরী তুষার
আনিসুল ইসলাম চৌধুরী তুষার  © সংগৃহীত

মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) রাতে শহরের বড়হাট এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্ৰেপ্তার করা হয়।

গ্রেপ্তার তুষার পৌর শহরের বড়হাট এলাকার মৃত আতিকুল ইসলাম চৌধুরীর ছেলে।

জানা যায়, আনিসুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ রয়েছে। গত ৪ আগস্ট মৌলভীবাজার শহরের চৌমুহনায় ছাত্র-জনতার ওপর গুলি চালানোর অভিযোগ রয়েছে তুষারের বিরুদ্ধে। মৌলভীবাজার শহরের আলোচিত দুই ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় প্রধান আসামি তুষার। সর্বশেষে তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্ৰেপ্তার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ