নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার আজিজুল হক
গ্রেপ্তার আজিজুল হক  © টিডিসি

নেত্রকোনার কেন্দুয়ায় ৩৩টি ইয়াবা বড়িসহ আজিজুল হক (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামে অভিযান চালিয়ে আজিজুল হককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজুল হক চেংজানা গ্রামের হারাধন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ওই ইউপির চেংজানা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৩৩টি ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়।

কেন্দুয়া  থানার পেমই তদন্ত কেন্দ্রের উপপুলিশ পরিদর্শক শফিউল আলম বলেন, আটক আজিজুল হকের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


সর্বশেষ সংবাদ