যশোরে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক
- জেলা প্রতিনিধি, যশোর
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৪, ০৪:১৯ PM
যশোরের শার্শা উপজেলার বাগআচড়া এলাকা থেকে ১২৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। জব্দকৃত মাদকের মূল্য আনুমানিক চার লাখ টাকা।
আটক ব্যক্তিরা হলেন মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান, শার্শা অগ্রভুলোট গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুয়েল ও খড়ডাঙ্গার মোস্তাফিজুর রহমানের ছেলে রাসেল হোসেন।
র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ফ্লাইট লে. রাসেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, কতিপয় মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল মাদকের বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। মঙ্গলবার রাতে একটি আভিযানিক দল শার্শার বাগআচড়া বসতপুর মাঠপাড়ায় অভিযান চালায়। এ সময় ক্রয়-বিক্রয়ের জন্য ভারত থেকে আসা মজুদ করা ফেনসিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক হয়। তাদের কাছে থাকা বাজারের ব্যাগের মধ্যে মোট ১২৮ বোতল ফেনসিডিল ও ৪টি মোবাইল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৮৪ হাজার টাকা। এ ঘটনায় থানায় মাদক মামলা হয়েছে।